ডিজ-ইনফরমেশন ঠেকাতে একসঙ্গে কাজ করবে পররাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
বাংলাদেশের বিপক্ষে পরিচালিত ডিজ-ইনফরমেশন (অপপ্রচার/প্রোপাগাণ্ডা) ঠেকাতে এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমানতালে কাজ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। দায়িত্বগ্রহণের প্রথম দিনেই এই ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মাদ এ আরাফাত। রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব হস্তান্তরে নিজে উপস্থিত হয়ে এমন নজির স্থাপন করায় সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং নতুন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
একইসঙ্গে মত প্রকাশের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের অবাধ প্রবাহ ব্যবহা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেছেন, কেউ বা কোনো গোষ্ঠী যদি অপপ্রোচার ও মিথ্যাচার করে তা সেটি গণতন্ত্র এবং সাধারণ মানুষের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন, কেউ যদি মিথ্যা বা অপপ্রচার করে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে যেনো ক্ষতি করতে না পারে সেজন্য তাদেরকে জবাবদিহিতার অধীনে আনা হবে। সঠিক তথ্যের অবাধ প্রবাহকে আরো সুন্দর ভাবে থৈরি করতে আগামী দিনে সবাইকে নিয়ে কাজ করতে চাই।
দায়িত্বগ্রহণের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হুমায়ুন কবীর খোন্দকার, প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া প্রমুখ উপস্থিত ছিলন।
এরপর দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নানা দেশের নানা মত থাকবে, কিন্তু দিন শেষে সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করবো। পাশাপাশি পশ্চিমা বিশ্বসহ সমগ্র পৃথিবীর বহু দেশ নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে এবং নির্বাচন নিয়ে কোনো চাপ নেই উল্লেখ করেন তিনি।
এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সচিব (সামুদ্রিক বিষয়ক ইউনিট) রিয়াল এডমিরাল (অব:) মোঃ খুরশেদ আলম, অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মোঃ নজরুল ইসলাম এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম প্রতিনিধিরা সভায় যোগ দেন।